হোম » সারাদেশ » আদালতে নাদিমকে হত্যার কথা ১৬৪ ধারায় স্বীকার করেছে বাবু চেয়ারম্যান

আদালতে নাদিমকে হত্যার কথা ১৬৪ ধারায় স্বীকার করেছে বাবু চেয়ারম্যান

রবিউল হাসান লায়ন: সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান (সদ্য বহিষ্কৃত) ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
৫ দিনের রিমান্ড শেষে শুক্রবার (২৩ জুন) জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে তোলা হলে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। বাদিপক্ষের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুর ১.৪৫টার দিকে তাকে আদালতে হাজির করে পুলিশ। বিকেলে ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করেন। এসময় বাবু চেয়ারম্যান সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
জবানবন্দি শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

Loading

error: Content is protected !!