হোম » অন্যান্য বিভাগ » ধুনটে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা

ধুনটে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা

এম এ রাশেদ: বগুড়ার ধুনটে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে মৌসুমী আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ বছর আগে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর গ্রামের আরিফুল ইসলাম মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা নিলফামারি জেলার ডিমলা উপজেলার জনৈক এক ব্যাক্তির মেয়ে মৌসুমী আক্তার কে বিয়ে করে।

গত ২ বছর আগে জাহাঙ্গীর মোল্লা স্ত্রীকে নিজের বাড়িতে রেখে কর্মের তাগিদে সৌদি আরবে পাড়ি দেয়। ঘটনার দিন ২৫ মে বৃহস্পতিবার সকালে পারিবারিক কারনে মৌসুমি আক্তার অভিমানে গ্যাস ট্যাবলেট সেবন করে।

পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৌসুমী আক্তার কে মৃত ঘোষনা করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ  রবিউল ইসলাম জানান, মৌসুমী নামের একজনের আত্মহত্যার খবর পেয়েছি। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Loading

error: Content is protected !!