হোম » অন্যান্য বিভাগ » বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষক নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষক নিহত

এম এ রাশেদ: বগুড়া শহরে বাসচাপায় এক কলেজ শিক্ষক হাফিজুর রহমান নিহত হয়েছে। বুধবার (২৪ই মে) সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে শহরের ঝোপগাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের নাম হাফিজুর রহমান। তিনি ধুনট উপজেলার মিজান সরকারের ছেলে। তবে তিনি শহরের উপশহরে ভাড়া বাসায় থাকতেন এবং দিনাজপুরের ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন৷

বগুড়ার উপশহর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, ‘সকালে বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বের হন হাফিজুর রহমান। ঝোপগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।’

তিনি আরও বলেন, বাস জব্দ করা গেলেও কাউকে আটক করা যায়নি। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়া হাইওয়ে পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবে।

Loading

error: Content is protected !!