হোম » অন্যান্য বিভাগ » বগুড়ার ধনটে মাদক বিরোধী বিজ্ঞাপন: তবুও থামে নেই মাদক সেবন

বগুড়ার ধনটে মাদক বিরোধী বিজ্ঞাপন: তবুও থামে নেই মাদক সেবন

এম এ রাশেদ: বগুড়ার ধুনটে আইন শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী তৎপরতা যেমন বেড়েছে, তেমনি কৌশল পরিবর্তন করে বেড়েছে মাদকসেবীদের দৌরাত্ব।
বর্তমান সময়ে উপজেলার বিভিন্ন বাজারের হোটেলের পিছনে ও সড়কের সেতুর আশেপাশে সন্ধ্যার সময় বেশ ভদ্র বেশেই দেখা যায় মাদকসেবীদের। দেখে মনে হয় সন্ধ্যা কালিন গরম সময়ে খোলা আকাশে প্রকৃতির নির্মল বাতাসের স্পর্শ নেয়া কোন প্রেমিক।
শুধু হোটেল সেতু নয়, সম্প্রতি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিত্যাক্ত ঘর বা খোলা মাঠেও দেখা মেলে নেশা সেবনকারী নামের মাদক প্রেমীকদের। এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও মাদকসেবীদের কারনে হচ্ছে অনেকটা প্রশ্নবিদ্ধ। এ থেকে পরিত্রান পেতে নানা পদক্ষেপ গ্রহন করতে দেখা যায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষদের।
অনুসন্ধানে দেখা যায়, গত ১ এপ্রিল মাদক, বাজিতে লুডু ও তাসখেলায় মত্তদের উদ্দ্যেশে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন দেয়ালে একটি নোটিশ লাগিয়ে দেয় উপজেলার সরুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম স্বাক্ষরিত নোটিশে জানানো হয়- বিদ্যালয়ের অফিস পরবর্তী সময়ে ক্যাম্পাসে বাজিতে লুডু, মাদক, তাসখেলার মত অসামাজিক কার্যকলাপ অনুষ্ঠিত হচ্ছে।
যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় অফিস পরবর্তী সময়ে ক্যাম্পাসে অবস্থান না করার জন্য নির্দেশ দেয়া হয়। এর ব্যত্যয় ঘটলে কর্তৃপক্ষ আইনের আশ্রয় নেবে বলেও নোটিশে জানানো হয়।
১ মাস আগে এমন নোটিশ জারি করার পরেও থেমে নেই মাদকসেবীদের কর্মকান্ড। সম্প্রতিক সময়ে গরমের অজুহাতে স্কুল মাঠে বাতাস খেতে এসে সবার অগোচরে চলে মাদক সেবন ও বেসুর কন্ঠে অশালিন গানের আড্ডা।
সরুগ্রাম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জুলফিকার আলী মাষ্টার জানান, নোটিশ করার পর মাদকসেবীদের আনাগনা অনেকটাই কমেছে বলে মনে হচ্ছে। গ্রামের সর্বস্তরের অভিভাবকদের বিষয়টি অবগত করা হয়েছে।
উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনের সহায়তায় সচেতনতা মুলক পদক্ষেপ নিলে এ ধরনের সামাজিক অবরাধ অনেকটাই কমে যাবে বলেও মন্তব্য করেন ওই সভাপতি।
মাদকসেবীদের এমন চিত্র শুধু সরুগ্রাম নয়, উপজেলার কালেরপাড়া, সোনাহাটা, ধামাচামা, বিলচাপড়ী, কান্তনগর, চৌকিবাড়ি, মথুরাপুর, গোসাইবাড়ী, গোপাল নগর, সাতবেকী, বানিয়াগাতী, ভান্ডারবাড়ী, নাটাবাড়ী, সোনার গাঁ সহ বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে চলে প্রায় একুই রকম কর্মকান্ড।

Loading

error: Content is protected !!