হোম » শিরোনাম » ব্রাজিলে বন্যা-ভূমিধস, মৃত্যু ৩৬

ব্রাজিলে বন্যা-ভূমিধস, মৃত্যু ৩৬

আওয়াজ অনলাইন: ব্রাজিলে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা-ভূমিধসে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বাস্তুচ্যুত হচ্ছে শত শত মানুষ। খবর আল-জাজিরার।

বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশি ছবিতে দেখা গেছে, সাও পাওলো রাজ্যের একটি শহর পানিতে তলিয়ে গেছে। ভূমিধসের কারণে অসংখ্য বাড়ি ভেসে গেছে। এমনকি অনেক রাস্তাও পানিতে ডুবে গেছে। গাছ পড়ে ধ্বংস হয়েছে গাড়ি।

সাও পাওলো থেকে দুইশ কিলোমিটার দূরে অবস্থিত শহরটিতে একটি অনুষ্ঠান ঘিরে অনেক মানুষই ছুটি কাটাতে গিয়েছিলেন। ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে এটি অন্যতম। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

প্রতিবেদনে বলা হয়, সান সেবাস্তিয়াওতেই মারা গেছেন, ৩৫ জন। অন্যদিকে সাত বছর বয়সী একজন মারা গেছে পার্শবর্তী একটি শহরে।

এদিকে উদ্ধারকর্মীরা হতাহতদের খোঁজে সন্ধান অব্যাহত রেখেছেন, বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোর সঙ্গে ফের সংযোগ স্থাপনেরও চেষ্টা করা হচ্ছে।

ব্রাজিলের কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার ও পুনর্নির্মাণ শুরু করারর জন্য বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে।

Loading

error: Content is protected !!