হোম » অন্যান্য বিভাগ » ধুনটে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ধুনটে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এম এ রাশেদ: বগুড়ার ধুনটে জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোঃ শাহীনুর রহমান টগর (৫০),কে গ্রেপ্তার করেছে ধুনট থানার পুলিশ। গ্রেপ্তারকৃত উপজেলার সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের  মৃত আফসার আলীর ছেলে।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) রাতে মাঠপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অভিযান পরিচালনাকারী ধুনট থানার এএসআই আঃ কুদ্দুস সঙ্গী ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২০২০ সালে দায়ের করা একটি মামলায় আদালত আসামী শাহীনুর রহমান (টগর),কে এক বছরের সাজা প্রদান করা স্বামীকে গ্রেপ্তার করেন।
গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।                             গ্রেফতারকৃত আসামিকে বুধবার সকালে বগুড়া  জেল হাজতে প্রেম করা হয়েছে ।

Loading

error: Content is protected !!