হোম » সারাদেশ » দেশ গড়ার স্লোগান শুনতে চাই, অমুক ভাই এর জন্য ধন্য- এসব না’: শিক্ষামন্ত্রী

দেশ গড়ার স্লোগান শুনতে চাই, অমুক ভাই এর জন্য ধন্য- এসব না’: শিক্ষামন্ত্রী

সজীব আহম্মেদ রিমন, কুবি সংবাদদাতা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গবেষণা নৈপুণ্যের সম্মানস্বরূপ ১৭ জন শিক্ষককে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় ‘বিশ্ববিদ্যালয়গুলো প্রকৃত জ্ঞান সৃষ্টি এবং চর্চার জায়গা হয়ে উঠুক। আমরা দেশ গড়ার স্লোগান শুনতে চাই, অমুক ভাই এর জন্য ধন্য- এসব না।’ এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল ৫ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এর সভাপতিত্বে এবং নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা’র সঞ্চালনায় এই অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মানী এবং সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি (এমপি) বলেন, ‘আজকের এ অনুষ্ঠানে আসতে পেরে আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের মূল কাজ জ্ঞান সৃষ্টি ও চর্চা। এই অ্যাওয়ার্ড উদ্যোগের জন্য মাননীয় উপাচার্য কে ধন্যবাদ। আশা করি সামনেও এটি বলবৎ থাকবে।  গুচ্ছ পরীক্ষার প্রাপ্ত অর্থ শিক্ষার্থীদের স্কলারশীপ দেয়ার মত একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য আবারও ধন্যবাদ।’

তিনি  বলেন, ‘আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রকৃত জ্ঞান সৃষ্টি এবং চর্চার জায়গা হয়ে উঠুক। আমরা দেশ গড়ার স্লোগান শুনতে চাই, অমুক ভাই এর জন্য ধন্য- এসব না।’

আরও বলেন, ‘লাইব্রেরী যেন শুধু বিসিএস পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র না হয়।  যে যত ভালো অবস্থানেই যান, একজন ভালো মানুষ হতে হবে।  শত ত্যাগে পাওয়া এই মাতৃভূমিকে হৃদয়ে ধারণ করতে হবে, স্মার্ট নাগরিক হতে হবে। আপনারা শুধু প্রযুক্তি বিজ্ঞান ব্যবহার করবেন না, এর উদ্ভাবক হবেন। যে যে বিষয়ে পড়েন না কেন সকলের ভাষা জ্ঞান, প্রযুক্তি জ্ঞান অবশ্যই থাকতে হবে। নীতি নির্ধারক এবং শিক্ষকরা এ বিষয়ে কাজ করবেন। শুধু সনদ না, দক্ষতা তৈরি করতে কাজ করবেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন,  ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের দিন।  কারণ বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রে অবদান রেখেছে এমন শিক্ষকদের জন্য আজকে দীপু মনি উপস্থিত হয়েছেন প্রথম বারের মত। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুণগত মান সম্পন্ন করার জন্য অ্যাকাডেমিক প্লানে দৃষ্টিপাত করছেন। আজকে যেমন তাকে আমরা আমাদের পাশে পেয়েছি সামনেও পাবো বলে আশা করি।’

অ্যাওয়ার্ড প্রাপ্ত একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোঃ বেলাল উদ্দিন বলেন, ‘গবেষণা কাজের জন্য এরকম একটি অ্যাওয়ার্ড অবশ্যই আমাকে আনন্দিত করেছে এবং সামনে আরও কাজ করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে।  আমার সাথে আমার অন্যান্য যে সহকর্মীরা অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন তাদেরকেও অভিনন্দন। বিশ্ববিদ্যালয় উপাচার্য স্যারের প্রতি কৃতজ্ঞতা  এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। আশা করি সামনেও এরকম উদ্যোগ গুলো চলমান থাকবে সেই সাথে আমরা যারা গবেষণার কাজে যুক্ত আছি তারাও আরও ভালো ভালো কাজ বিশ্বিবদ্যালয়কে উপহার দিতে পারবো।’

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। আরও  উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের  শিক্ষক, শিক্ষার্থী, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কমকর্তা-কমচারীরা।

Loading

error: Content is protected !!