হোম » সারাদেশ » নাটোরের নলডাঙ্গায় পুলিশের অভিযানে  দুই মাদক ব্যাবসায়ী আটক

নাটোরের নলডাঙ্গায় পুলিশের অভিযানে  দুই মাদক ব্যাবসায়ী আটক

মোস্তাফিজুর,জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা থানার মাদকবিরোধী অভিযানে, অবৈধ মাদক ২০ গ্রাম  গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক কৃত আসামীরা হলো  তোফাজ্জ্বল হোসেন পিতা মোঃ আব্দুল ওয়াহেদ পালক পিতা, বৈদ্যবেলঘড়িয়া শিবপুর, দুই নং আসামী মোশারফ হোসেন ৪৫, পিতা মৃত আজিমুদ্দিন দফাদারকে কাঠুয়াগাড়ী থেকে আটক করা হয়।
আটক কৃতদের ৫ নং ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রাম আরমান মন্ডল,  পিতা মোঃ জসিম মন্ডল  এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হইতে আটক করা হয়। আটক কৃতদের  বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ২০শে জুন আসামীদের  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Loading

error: Content is protected !!