হোম » সারাদেশ » টাঙ্গাইলে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ একজনকে গ্রেফতার

টাঙ্গাইলে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ একজনকে গ্রেফতার

অর্ণব আল আমিন: টাঙ্গাইলের করটিয়ায় ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৫ নভেম্বর) সকালে র‌্যাব এ অভিযান চালায়। প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাটখোলা এলাকায় অভিযান চালায়। এ সময় করটিয়া পূর্বপাড়া এলাকার পিতা- মৃত আব্দুল হাইয়ের ছেলে মাদক ব্যবসায়ী লিয়াকত আলীকে (৩২) ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করে। পরে আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

Loading

error: Content is protected !!