হোম » সারাদেশ » গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলায় চ্যাম্পিয়ন বাসাইলের ভৈরপাড়া

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলায় চ্যাম্পিয়ন বাসাইলের ভৈরপাড়া

অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আদাবাড়ি এতিহ্যবাহী  হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা মিয়া, কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান মামুন অর রশীদ, হাবলা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, বাসাইল সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম সংগ্রাম, অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা আক্তারুজ্জামান প্রমুখ

খেলায় মোট ৪ টি দল অংশ গ্রহণ করে। খেলায় বাসাইল উপজেলার ভৈরপাড়া হা-ডু-ডু দল ৩-০ গেমে সোনারচর সবুজ সংঘ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রথম বারের মতো আয়োজিত এই প্রতিযোগীতায় মোট ৪ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শকের আগমন ঘটে। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের মাঝে ২৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন ও রানার্সআপ দলের মাঝে ১৯ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন তুলে  দেন। ফাইনাল খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন ভৈরপাড়া দলের খেলোয়ার তুহিন মিয়া। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন এস এম জমিরুজ্জামান   ও সহকারী রেফারী হিসেবে ছিলেন শওকত আলী। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Loading

error: Content is protected !!