হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়া শেরপুর  ৩ লাখ টোশরপুকার জাল নোট সহ হত্যা মামলা আসামী আটক

বগুড়া শেরপুর  ৩ লাখ টোশরপুকার জাল নোট সহ হত্যা মামলা আসামী আটক

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৩ লাখ টাকার জাল নোট উদ্ধার সহ ১ জনকে আটক করে গত শনিবার সন্ধ্যায় শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামের আবুল হোসেনের ছেলে হত্যা মামলার আসামী আফজাল হোসেন দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিল। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জাল নোটগুলো ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিক্রি করছিল।

এ সময় র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা গোপন সংবাদ পেয়ে ঝাঁজর উত্তরপাড়া গ্রামের জনৈক ইব্রাহীমের বাড়ির পাশে কাঁচা রাস্তার উপর থেকে ৩ লাখ টাকার নোট সহ আফজাল হোসেনকে হাতেনাতে আটক করে। পরে র‌্যাব-১২ বগুড়ার নায়েক সুবেদার রাজু আহম্মেদ বাদি হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন।

খোজ নিয়ে আরো জানা গেছে, আফজাল হোসেন শুধু জাল টাকার নোটই নয় হত্যা, চুরি, প্রতারণা, বাল্যবিয়েসহ নানান অসামাজিক কাজে লিপ্ত ছিল। নিজের অপরাধ ঢাকতে তার সাথে উর্ধতন কর্তৃপক্ষের সাথে সক্ষতা আছে বলে এলাকায় প্রচার চালাতো। শেরপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, ঘোড়দৌড় গ্রামে গত বছর ২৫ মার্চ রশিদুল ইসলাম হত্যা মামলার আসামী আফজাল হোসেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, আটককৃত আফজাল হোসেনের বিরুদ্ধে জাল টাকার ব্যাবসার মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

error: Content is protected !!