হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে ২১ এর ভোরে সড়ক দূর্ঘটনায় স্বামী স্ত্রী সহ নিহত ৬ ॥ আহত ১২

বগুড়ার শেরপুরে ২১ এর ভোরে সড়ক দূর্ঘটনায় স্বামী স্ত্রী সহ নিহত ৬ ॥ আহত ১২

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও পাথর বোঝাই ট্রাকের মূখোমুখী সংঘর্ষে ছয়জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। ২১ ফেব্রুয়ারী রবিবার ভোর পৌনে ৫ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে বগুড়াগামী এসআর পরিবহনের (ঢাকা মেট্টো গ ১৪-৬০৯৯)একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাওয়ার সময় বিপরীতমুখী পাথর বোঝাই ট্রাকের (ঢাকা মেট্টো ট ১৩-০০৫৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকার মৃত মনীন্দ্রনাথ সাহার ছেলে এসআর ট্রাভেলসের এসআর পরিবহনের চালক বাবলু সাহা বাঘা(৫৫), হেলপার ইদ্রিস আলী (৪০), ট্রাক চালক খুলনার সাদ্দাম হোসেন(৫০), মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের মৃত মিঠু শেখের ছেলে আকতার হোসেন (৫৫), বগুড়া শহরের স্বামী ইয়াছিন আলী ও স্ত্রী স্বপ্না খাতুন মারা যান।

বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বিপরীতগামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

error: Content is protected !!