হোম » প্রধান সংবাদ » ভালুকায় সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত গ্রীণ অরণ্য পার্কের উদ্বোধন।

ভালুকায় সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত গ্রীণ অরণ্য পার্কের উদ্বোধন।

আরিফুল ইসলাম(আরিফ) ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ ভালুকায় সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে অন্যতম সর্ববৃহৎ গ্রীণ অরণ্য পার্কের উদ্বোধন করা হয়েছে।১০ই ফেব্রুয়ারী বুধবার সকালে উপজেলার হবিরবাড়ীতে সম্পূর্ণ প্রাকৃতিক মনোরম পরিবেশে শুভ উদ্বোধন করা হয়েছে ময়মনসিংহ জেলার সর্ববৃহৎ ও সর্বাধুনিক বিলাস-বহুল বিনোদন কেন্দ্র গ্রীন অরণ্য পার্ক।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্কটির ব্যবস্থাপনা পরিচালক,ভালুকার শিল্পায়নের অগ্রদূত বিশিষ্ট দানবীর,হাজী শহিদুল ইসলাম শহীদ,মডেল থানার ওসি মাইন উদ্দিন,হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তােফায়েল আহমেদ বাচ্চু,মেজরকন্যা রহিমা আফরােজ শেফালী,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাকির হােসেন শিবলী,হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সাঈদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া,বিএনপি নেতা নাজমুল আলম সােহাগ,খলিলুর রহমান,খলিল,আবু সাঈদ জুয়েল,হাজী আব্দুর রাজ্জাক ঢালী,সুপ্তি সুয়েটার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক,আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন,শরীফ হাসান সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোমুগ্ধকর প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে আধুনিক মানসম্মত পরিবেশে পরিবার নিয়ে আনন্দ বিনোদনের নিরাপদ দৃষ্টি নন্দন গ্রীন অরণ্য পার্ক।দৃষ্টিনন্দন অসাধারণ শৈল্পিক কারুকার্য সম্বলিত গ্রীন অরন্য পার্ক।গ্রামীণ পরিবেশের এই পার্কটিতে কোলাহলমুক্ত সবুজে ঘেরা গ্রামীন পরিবেশ।চারদিকে সবুজের গাছপালা ও ফুলের বাগানে পার্কটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সীদের জন্য বিনোদন মাধ্যম সহ শিশুদেন জন্য নানা রকম রাইডস,প্রাণীদের চিড়িয়াখানা,সহ বিনোদনের সু-ব্যবস্থা করা হয়েছে।

error: Content is protected !!