হোম » প্রধান সংবাদ » সুনামগঞ্জের সৈয়দপুরে রামদায়ের কোপে কিশোর আহত হওয়ার ঘটনায় দায়েরকৃত অভিযোগ এখনও এফআইআর হয়নি

সুনামগঞ্জের সৈয়দপুরে রামদায়ের কোপে কিশোর আহত হওয়ার ঘটনায় দায়েরকৃত অভিযোগ এখনও এফআইআর হয়নি

আল-হেলাল,সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে আবারও গ্রাম্য সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। পূর্ব বিরোধের জের ধরে গত ১২ জানুয়ারি মঙ্গলবার বেলা ১টায় বসতঘরে অনধিকার প্রবেশ করে প্রতিপক্ষরা রামদায়ের কোপে গুরুতর জখম করেছে আকাশ (১৫) নামের এক কিশোরকে। প্রতিপক্ষের কবল থেকে জখমী পুত্র আকাশ কে রক্ষা করতে গিয়ে আকাশের মাতা কলসুমা বেগম (৩৩) কেও প্রতিপক্ষরা মারপিঠসহ শ্লীলতাহানী ঘটায় এবং তাদের বসতঘরে লুটতরাজ চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার পরপরই আশংকাজনক অবস্থায় আকাশকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আকাশের পিতা বদরুল আলম বদর মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের ৩ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলার অভিযোগ দায়ের করেছেন। মামলায় সৈয়দপুর গ্রামের কুদরত আলীর পুত্র হাছেন মিয়া (২৬),মৃত কিতাব আলীর পুত্র কুদরত আলী (৪৮) ও কুদরত আলীর স্ত্রী হাছেনা বেগম কে আসামী করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,জখমী পরিবারের দায়েরকৃত অভিযোগটি আমি ইতিমধ্যে তদন্ত করেছি। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে মামলাটি এফআইআরের পর আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

error: Content is protected !!