হোম » Uncategorized » বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

আওয়াজ অনলাইন: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এ ঘটনায় ঘটেছে বলে জানা যায়।

উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে বুধবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে দোলাপাড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল জলিল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি তারা জানিয়েছেন।

কমান্ডার আব্দুল জলিল বলেন, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতলকুচি থানার ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মধুসুদন ক্যাম্পের টহলরত সদস্যরা গুলি চালালে দু’জন নিহত হন। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মংগলু নাজির হোসেন (৪০) ও পাশের বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিক হোসেন (২৩)।

বড়খাতা ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুল ইসলাম জানান, বাংলাদেশ থেকে প্রায় ২০ জনের একটি দল অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল গরু আনতে। বিএসএফের গুলিতে দু’জন আহত হলে বাকিরা তাদের দেশে নিয়ে আসেন।

সাদিক হোসেনের চাচা হুমায়ুন কবীর বলেন, মরদেহ বাড়িতে আছে। বিজিবি-পুলিশ এসে বলেছে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করা যাবে না।

কবীর স্বীকার করেন, তার ভাতিজা গরু চোরাকারবারিতে জড়িত ছিলেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠাবো।

বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী নমনীয় থাকার পরও ভারত বারবার বাংলাদেশ সীমান্তে যে নৃশংসতা দেখা যায় তা সত্যি কূটনৈতিকভাবে সমাধান করা জরুরি।

সূত্রঃ একাত্তর  টেলিভিশন

Loading

error: Content is protected !!