হোম » Uncategorized » রং বদলাইয়াও শেষ রক্ষা হলো না আটক ১৪ স্টাফের ৫ জনের ২ দিনের রিমান্ড, ৯ জন কারাগারে

রং বদলাইয়াও শেষ রক্ষা হলো না আটক ১৪ স্টাফের ৫ জনের ২ দিনের রিমান্ড, ৯ জন কারাগারে

অভিযোগ থেকে রক্ষা পাওয়ার জন্য দ্রুত রং পরিবর্তন করেও শেষ রক্ষা হলো না ঘাতক কার্গো জাহাজ এসকেএল-থ্রি’র স্টাফদের। জাহাজের বহ্যিক রূপ পরিবর্তনের জন্য মুন্সিগঞ্জ গজারিয়ার থ্রি এঙ্গেল নামক একটি ডকইয়ার্ডে নিয়ে রং পরিবর্তনসহ জাহাজের নাম পরিবর্তন করে পুনরায় নদীতে চলাচল শুরু করলে বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ার থেকে জাহাজের ১৪ জন স্টাফসহ জাহাজটিকে আটক করে নারায়ণগঞ্জ পাগলার কোষ্টগার্ড এর একটি দল।

গতকাল শুক্রবার গ্রেফতার হওয়া ১৪ জনকে আদালতে তোলা হলে ১৪ জনের মধ্যে ৫ জনের ২ দিনের রিমাÐ মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালত। এ সময় বাকী ৯ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রিমাÐ প্রাপ্তরা হলেন, কার্গো জাহাজের মাস্টার ওহিদুজ্জামান (৫০), সুকানি আনোয়ার মল্লিক (৪০), চালক মজনু মোল্লা (৩৮), গ্রীজার হৃদয় হাওলাদার (২০) এবং গ্রীজার মো. ফারহান মোল্লা (২৭) ।

কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্তরা হেলেন, জাহাজের সুকানী নাজমুল, গ্রীজার ডেক টেন্টাইল আব্দুল্লাহ, লস্কর রকিবুল, নূর ইসলাম, সাগর, সাকিব, আলিফ এবং বাবুর্চি বাশার। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান। আসামীপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।

উল্লেখ্য, ৪ এপ্রিল রোববার যাত্রীবাহি লঞ্চ সাবিত আল হাসান নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার পর সন্ধ্যা সোয়া ৬টায় সময় কয়লার ঘাট এলাকায় নির্মণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর একটি পিলারের কাছাকাছি পৌছলে এসকেএল-থ্রি নামক এই কার্গো জাহাজটি লঞ্চটিকে ধাক্কা দিয়ে প্রায় ৩০০মিটার টেনে নিয়ে যায়। এ সময় ঘটনা স্থলেই লঞ্চটি প্রায় ৬০ জন যাত্রী নিয়ে পানিতে তলিয়ে যায়। এ সময় লঞ্চ থেকে লাফিয়ে সাঁতরিয়ে কিনারে পৌছে প্রায় ২৫ জন যাত্রি। ঐদিন রাতে ৫ জন

নারীর মৃত দেহ উদ্ধার করা হয়। পরেরদিন বিআইডবিøওটিএ এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের মাধ্যমে লঞ্চটি উদ্ধার করলে লঞ্চের ভেতর থেকে প্রায় ২২জন যাত্রীর মরদেহ উদ্ধারসহ মোট ৩৪ জনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে ১৪জন স্টাফসহ ঘাতক কার্গো জাহাজ এসকেএল-থ্রিকে মুন্সিগঞ্জে আটক করে পাগলা কোস্টগার্ড। পরে নৌথানা পুলিশের কাছে হস্তান্তর করে জাহাজটি নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়। লঞ্চডুবির ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করেছেন বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জে ভারপ্রাপ্ত উপপরিচালক বাবু লাল বৈদ্য।

error: Content is protected !!