হোম » Uncategorized » ঝিনাইগাতীতে এইচআরডি’র আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের নেতৃত্ব  বিকাশ প্রশিক্ষণ শিখন সহভাগিতা শেয়ারিং সভা

ঝিনাইগাতীতে এইচআরডি’র আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের নেতৃত্ব  বিকাশ প্রশিক্ষণ শিখন সহভাগিতা শেয়ারিং সভা

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে হিউম্যান রাইট’স ডিফেন্ডার ফোরাম ( এইচআরডি) আয়োজনে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর সহযোগিতায় এইচআরডির সদস্য  মিঠুন কোচের সভাপতিত্বে ১২ মার্চ  শুক্রবার শেরপুর সীমান্ত উপজেলা ঝিনাইগাতি কাংশা ইউনিয়নে পাহাড়ের পাদদেশে নওকুচি গ্রামের সোনে স্কুলে  অনুষ্ঠিত হয় নেতৃত্ব উন্নয়ন বিষয়ক  প্রশিক্ষণ শিখন সহভাগিতা শেয়ারিং সভা।
প্রমোটিং রাইটস অ্যান্ড  এম্পাওয়ার থ্রু ইনিশিয়েটিভ অব পিপলস (প্রিপ) তিন দিন ব্যাপি  নেতৃত্ব উন্নয়ন বিকাশ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণের পর আইপি এইচআরডি সাথে কোচ, হাজং, বর্মন সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ  তরুণী নিয়ে নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ সহভাগিতা শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়।  নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ সহভাগিতা শেয়ারিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আবুল কালাম আজাদ আহবায়ক জনউদ্যোগ, শেরপুর জেলা শাখা।  এসময় আরও উপস্থিত ছিলেন পবিত্র বর্মন, সুব্রত বর্মন, বীণা রানী বর্মন, রাজন বর্মন, অনুরাধা কোচ, প্রিয়াংকা বিশ্বাস সহ ৫০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী।  অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন সুমন্ত বর্মন।
error: Content is protected !!