হোম » প্রযুক্তি » জামালপুরের কোজগড় এলাকায় রাস্তার পাশে ৮২ মিঃমিঃ মর্টার গোলার (82 mm morter shell ) সন্ধান পাওয়া গেছে

জামালপুরের কোজগড় এলাকায় রাস্তার পাশে ৮২ মিঃমিঃ মর্টার গোলার (82 mm morter shell ) সন্ধান পাওয়া গেছে

রবিউল হাসান লায়ন : জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ১নংকেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায়  (82 mm morter shell) ৮২ মিঃমিঃ মর্টার গোলার সন্ধান পাওয়া গেছে । আজ সন্ধ্যায় মর্টার গোলাটি রাস্তার পাশে একটি পরিত্যক্ত জায়গায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

 বর্তমানে জায়গায়টি ঘিরে রেখেছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, কোজগড় ছোট জংলার মতো জায়গায় মর্টার গোলাটি পাওয়া গেছে।

একটি প্রসেসিংয়ের মাধ্যমে এটি ডিসপোজাল করা হবে। ইতিমধ্যে ঘাটাইল ক্যান্টরমেন্টে যোগাযোগ করা হয়েছে। বোম ডিসপোজাল টিম আগামীকাল সকালে ঘটনাস্থলে পৌঁছাবে। স্থানীয়দের ঘটনাস্থল থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
error: Content is protected !!