হোম » খেলা » ফাইনালের আগে যা বললেন শচীন

ফাইনালের আগে যা বললেন শচীন

আওয়াজ অনলাইন : এক যুগ পর আবারও শিরোপার দুয়ারে দাঁড়িয়ে ভারত। সবশেষ ২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।যা শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছিল। এক দশক হয়ে গেল খেলা ছেড়েছেন টেন্ডুলকার, কিন্তু খেলা দেখা ছাড়েননি। সেই ধারাবাহিকতা আজ গ্যালারিতে বসেই সমর্থন জানাবেন কিংবদন্তি এই ব্যাটার। আরও একবার বিশ্বজয়ের সাক্ষী হতে চান তিনি।

ফাইনাল দেখতে আজ সকালেই আহমেদাবাদে পৌঁছেছেন টেন্ডুলকার। এয়ারপোর্টে  এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি এখানে আমার শুভকামনা জানাতে এসেছি। আশা করছি, আমরা আজ ট্রফি উঁচিয়ে ধরব। সবাই এ দিনটির জন্য অপেক্ষা করছিল। আমি আন্তরিকভাবে আশা করছি, শত কোটি মানুষের প্রার্থনার বিফলে যাবে না আজ। ‘

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সকাল থেকেই নীল জনসমুদ্রের জোয়ার বইছে। এক লাখ ৩০ হাজার আসন বিশিষ্ট গ্যালারির সিংহভাগই দখলে থাকবে ভারতীয় সমর্থকদের। তা অনুমিতই ছিল। টেন্ডুলকারও আজ তাদের একজন হয়ে গলা ফাটাবেন রোহিত শর্মার দলের জন্য।

Loading

error: Content is protected !!