হোম » খেলা » টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তানজিম

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তানজিম

আওয়াজ অনলাইন : বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই। এবার বাংলাদেশের নতুন লক্ষ্য সেরা আটে থেকে চ্যাম্পিয়নস লিগের খেলার যোগ্যতা অর্জন করা।

সেজন্য শেষ দুই ম্যাচে জয়ের বিকল্প নেই।

সেই লক্ষ্যে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ফিল্ডিংয়ে নামছে টাইগাররা। একাদশে পরিবর্তন এসেছে একটি। মোস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। অন্যদিকে লঙ্কান একাদশে বদল এসেছে দুটি।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা ও দিলশান মাদুশঙ্কা।

error: Content is protected !!