হোম » খেলা » থাইল্যান্ড, মালয়েশিয়ার গ্রুপে বাংলাদেশ

থাইল্যান্ড, মালয়েশিয়ার গ্রুপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব -২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো শক্তিশালী দল পেয়েছে বাংলাদেশ।

এইচ’ গ্রুপে বাকি একটি দল ফিলিপাইন। আগামী ৪ থেকে ১২ সেপ্টেম্বর হবে বাছাই পর্বের ম্যাচ। ‘এইচ’ গ্রুপের সবগুলো ম্যাচ হবে থাইল্যান্ডে। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনে ড্র অনুষ্ঠিত হয়।

আগামী বছরের ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ১৬ দল নিয়ে কাতারে হবে চূড়ান্ত পর্ব। স্বাগতিক হওয়ায় সরাসরি খেলবে কাতার। আর বাছাইয়ের ১১ গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং সেরা চার গ্রুপ রানার্সআপ জায়গা করে নেবে মূল পর্বে।

গ্রুপের তিন প্রতিপক্ষের চেয়ে ফিফা র‍্যাংকিং ও শক্তি সামর্থ্যে ঢের পিছিয়ে বাংলাদেশ। থাইল্যান্ড (১১৪), মালয়েশিয়া (১৩৮), ফিলিপাইন (১৩৬) এবং বাংলাদেশ (১৯২)।

Loading

error: Content is protected !!