হোম » ধর্ম » বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

বগুড়া প্রতিনিধি : মহাষষ্ঠীর দিনে বগুড়া জেলার কাহালু ও নন্দীগ্রাম থানার তৃণমূল পর্যায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়। এছাড়াও পূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার সহধর্মিনী পুনাক বগুড়া’র সভানেত্রী ও পুলিশ সদর দপ্তরের এআইজি (ক্রাইম এ্যানালাইসিস) সুনন্দা রায়, বিপিএম-সেবা মহোদয় উপস্থিত ছিলেন।

এ সময় পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মহোদয়। উপস্থিত  সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে বিশেষভাবে অনুরোধ জানান। পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সময়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), এএসপি নন্দীগ্রাম সার্কেল, অফিসার ইনচার্জ কাহালু ও নন্দীগ্রাম থানা, চেয়ারম্যান কাহালু উপজেলা পরিষদ, সভাপতি/সা: সম্পাদক উপজেলা আওয়ামী লীগ কাহালু, মেয়র কাহালু পৌরসভা, ভাইসচেয়ারম্যান নন্দীগ্রাম উপজেলা পরিষদ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর,ভ। সভাপতি কাহালু/নন্দীগ্রাম পূজা উদযাপন পরিষদসহ স্থানীয় ব্যক্তিবর্গ, পূজা কমিটির নেতৃবৃন্দ ও পুণ্যার্থীবৃন্দ।

error: Content is protected !!