হোম » ধর্ম » পোরশায় পলাশবাড়ী চাচাই বাড়ি কামিল মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত

পোরশায় পলাশবাড়ী চাচাই বাড়ি কামিল মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত

ইসমাইল হোসেন, পোরশা, নওগাঁ প্রতিনিধি : পোরশার একমাত্র কামিল মাদ্রাসা পলাশবাড়ী চাচাই বাড়ি বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি ২০২৪ সকল শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়।

আজ সোমবার ১ জানুয়ারি ২০২৪ সকাল ১০ টায় উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ পলাশবাড়ী চাচাই বাড়ি কামিল মাদ্রাসায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে সরকার প্রদত্ত মোহ মোহ গন্ধের নতুন বই উৎসবমুখর পরিবেশে অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অথিতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মাজেদ আলী সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন।

এরপরে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা  আজিজুল ইসলাম, আলহাজ্ব মাওলানা  নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আলহাজ্ব মাওলানা  আশরাফ আলী,উপাধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান।

বই বিতরণ শেষে বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, অধ্যক্ষ, সহ আরও অনেকে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে মিলাদ ও দোয়া করে অনুষ্ঠান শেষে হয়।

error: Content is protected !!