হোম » রাজনীতি » চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী মো. আলী ফারুকী প্রধান নির্বাচনি কার্যালয় উদ্বোধন 

চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী মো. আলী ফারুকী প্রধান নির্বাচনি কার্যালয় উদ্বোধন 

মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম- ১৪ আসনের চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরিকত ফেডারেশনের মনোনীত প্রার্থী মো. আলী ফারুকী গত ২৫ ডিসেম্বর সকালে সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফ গেইটে প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান প্রধান সমন্বয়কারী শাহজাদা বোরহান উদ্দিন হাফেজ নগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি তাঁর দলীয় নীতি-নৈতিকতা তুলে ধরে বলেন, সংসদীয় এলাকাকে সন্ত্রাস, দূর্নীতি, শোষনমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করবেন। তিনি নির্বাচিত হলে সংসদে তরিকত ও ইসলামের কথা বলবেন। ২০০৮ সালে তরিকত ফেডারেশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নিয়ে দলের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী সংসদে তরিকতের পক্ষে কথা বলেছেন।
স্বাধীনতার পক্ষের শক্তি সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকা পালন করবেন। সন্ত্রাস ও সম্রাজ্যবাদীদের বাংলাদেশের পবিত্র সংসদের যেতে পারবে না। ২০০৮ সালের জামায়াত ইসলামের নিবন্ধনের বিরুদ্ধে মামলা করে ২০১৮ সালে জয়লাভ করেন। পরবতর্ীতে জামায়েত ইসলাম হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করেন। সে আপিল ২০২৩ সালে  নামঞ্জুর হয়। তরিকত ফেডারেশন পেশিশক্তি, কালো বাজারী, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার, অবৈধ অস্ত্র ব্যবহার বন্ধের মাধ্যমে সুষ্ঠ নিবার্চনের দাবি জানান।
পরে তিনি নির্বাচনি এলাকায় গন- সংযোগ করেন এ সময় অন্যান্যদের মধ্যে  অংশ নেন, শাহাজাদা সৈয়দ জুনায়দুল আনোয়ার,  শাহাজাদা ডা. শফিউল আনোয়ার, শাহাজাদ আশেকুর রহমান, অধ্যক্ষ মো. নুরুল মোস্তফাসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

error: Content is protected !!