হোম » রাজনীতি » কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী সৈয়দা জাকিয়া নূর 

কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী সৈয়দা জাকিয়া নূর 

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে। এ নিয়ে এরই মধ্যে ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সাবেক দুই দুইবারের সফল সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এর সংসদীয় আসন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনটিতে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি। বুধবার (২৯ নভেম্বর) বিকাল ৩টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ এর কাছে মনোনয়নপত্র জমা দেন সততার প্রতীক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের বোন লিপি।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এড. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এম এ আফজাল, সৈয়দ নজরুল ইসলাম এর কনিষ্ঠ কন্যা সৈয়দা রাফিয়া নুর রুপা, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ মাহবুবুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী শরিফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা, সদর ও হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।
এ আসনটিতে সাবেক এলজিআরডি ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ তারিখ। যাচাই-বাছাই নিষ্পত্তির পর ১৭ জানুয়ারি প্রত্যাহারের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। ১৮ জানুয়ারি প্রতীক বরাদ্দ ৭ জানুয়ারি ২০২৩ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Loading

error: Content is protected !!