হোম » রাজনীতি » শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিচ্ছেন- এমপি শাওন 

শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিচ্ছেন- এমপি শাওন 

মেহেদী হাসান মামুন : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেস্টনী ও আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে তজুমদ্দিন ডাকবাংলা সংলগ্ন স্টেডিয়াম চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। সুবিধাভোগী লোকজনজন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি মাথায় নিয়ে মিলনমেলায়  উপস্থিত হয়ে মেলায় রূপ দিয়েছে। 
এসময় প্রধান অতিথির বক্তব্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন,ঝড়-বৃষ্টি, বন্যা, আইলার সঙ্গে  লড়াই করে বেঁচে থাকা তজুমদ্দিনের মানুষকে মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ভাতা, সুযোগ-সুবিধা প্রদানসহ ভুমিহীনদের ঘরবাড়ি নির্মাণ করে দিয়েছেন।  মেঘনা নদীর মধ্যে জেগে ওঠা চরাঞ্চলে বসবাসকৃত পরিবারকে সাবমেরিন কেবল মাধ্যমে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে।
এমপি শাওন আরো বলেন,  তলাবিহীন ঝুড়িকে হটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিচ্ছেন। ‘বাংলাদেশ তথা লালমোহন তজুমদ্দিনের মানুষ আজ অর্থনৈতিকভাবে মুক্তি পেয়েছে। ‘এক সময় লালমোহন তজুমদ্দিন উপজেলার আওয়ামী লীগ ও হিন্দু সম্প্রদায়ের মানুষকে বিএনপি সংখ্যালঘুতে পরিনত করেছিল। প্রধানমন্ত্রীর উন্নয়ন ও সুবিধা পেয়ে মানুষ  আজ ওদেরকেই সংখ্যালঘুতে পরিণত করেছে’।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো: আরিফুজ্জামান, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কহিনুর বেগম শিলা, ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের, মেহেদী হাসান মিশু হাওলাদার, মোঃ রাসেল মিয়া, জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের ইংরেজী প্রভাষক মো সুমন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কলিমুল্যাহ মনু প্রমুখ।
error: Content is protected !!