রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সোনাতলা উপজেলার মেয়র ও জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নান্নু আগামী ১৪ জুলাই অনুষ্ঠিতব্য সোনাতলা-সারিয়াকান্দি উপজেলার উপ-নির্বাচনে সারাদিন নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সাধারন জনগনের প্রতি আহবান জানিয়েছেনে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে এবং উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সারিয়াকান্দি-সোনাতলা আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের রেখে যাওয়া অসম্পুর্ণ কাজকে সমাপ্ত করতে তার পত্নী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নানকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন।
তিনি সোনাতলা উপজেলা বন্দরে জাতীয় শ্রমিকলীগ যুব কমিটি বগুড়া জেলা শাখা আয়োজিত পথসভায় বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেছেন। সংগঠনের সভাপতি রাকিব উদ্দিন প্রাং সিজারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রহিতের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি ইমদাদুল হক ইমদাদ, যুগ্ম সাধারন সম্পাদক রায়হানুর রহমান রোহান, রাকিব মাহমুদ রাখি, রবিউল ইসলাম রবি, শহরের যুগ্ম-আহবায়ক রায়হান উদ্দিন প্রাং পলাশ। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভা শেষে প্রধান অতিথি সহ সংগঠনের সকল নেতাকর্মীরা সোনাতলা বাজার, রানীরপাড়া, ভেলুরপাড়া, চড়পাড়া, হুয়াকুয়া, পাকুল্লাসহ উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করেন। পরে প্রধান অতিথি সহ সকল নেতাকর্মীরা চালালকান্দি বাজারে সাহাদারা মান্নান এর পথসভায় যোগদান করেন।
আরও পড়ুন
একজন মাদকমুক্ত, আদর্শিক ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা শাকিলুজ্জামান শাকিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী উন্নয়নের লিফলেট বিতরণ করছেন তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগ।
টাংগাইল নাগরপুরে মহাসড়ক বাইপাসের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি