হোম » রাজনীতি » সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় নেতাকর্মীদের স্রোত

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় নেতাকর্মীদের স্রোত

আওয়াজ অনলাইন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে ভোটে জয় উদযাপন করতে যাচ্ছে আওয়ামী লীগ। সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় জড়ো হয়েছেন নেতাকর্মীরা।

বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে দলে দলে নেতাকর্মীরা জড়ো হয়েছেন জনসভাস্থলে।

এ জনসভায়ই দ্বাদশ সংসদ নির্বাচনে জয় উদযাপন করতে যাচ্ছে ক্ষমতাসীনরা।

এরই মধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, শাজাহান খান, জাহাঙ্গীর ক‌বির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান  মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউ‌দ্দিন নাসিম।

দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে দেখা যায়। অনেকে জাতীয় পতাকা মাথায় বেঁধে আসছেন। অনেকে আবার নৌকার ক্যাপ মাথায় দিয়ে বিভিন্ন সাজে সেজেছেন।

সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গেল ৭ জানুয়ারী নির্বাচনে ২২২ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে টানা চার মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছেন শেখ হাসিনা। অন্যদিকে ১৯৭২ সালের এ দিনে পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছিলেন বাংলার স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব।

এই সোহরাওয়ার্দী উদ্যানেই সদ্য স্বাধীন জাতির উদ্দেশে ভাষণ দেন বঙ্গবন্ধু।

error: Content is protected !!