হোম » অন্যান্য বিভাগ » ভৈরবে  ভোট গ্রহণ কর্মকর্তাদের ২ দিন ব্যাপি শুরু প্রশিক্ষণ

ভৈরবে  ভোট গ্রহণ কর্মকর্তাদের ২ দিন ব্যাপি শুরু প্রশিক্ষণ

এম আর ওয়াসিম: আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচন উপলক্ষ্যে ভৈরবে  ভোট গ্রহণ কর্মকর্তাদের  ২ দিন ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে ।
ভৈরব উপজেলা  নির্বাহী কর্মকর্তা ও সহকারী  রিটার্নিং কর্মকর্তা এ কে এম গোলাম মুর্শেদ খানের সভাপতিত্বে  আজ মঙ্গলবার  দুপুরে প্রধান অতিথি হিসেবে   প্রশিক্ষণের উদ্ধোধন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা  প্রশাসক মোহাম্মদ  আবুল কালাম আজাদ । এ সময় উপস্থিত বিশেষ অতিথি  হিসেবে  উপস্থিত  ছিলেন  জেলা  পুলিশ সুপার  মোঃ রাসেল  শেখ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ  আশ্রাফুল আলম প্রমূখ।  প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার ৯৫ জন,সহকারি প্রিজাইডিং অফিসার ৫৭২ জন,পুলিং এজেন্ট  ১১৪৪ জন অংশ নেন। ২৬ জন প্রশিক্ষক প্রশিক্ষণ দিচ্ছেন ।
error: Content is protected !!