হোম » অন্যান্য বিভাগ » বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী ও স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী ও স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আবু জাহের, শেরপুর(বগুড়া) প্রতিনিধি: পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোাগে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের ৮২তম ও ৮৩তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ৬ ডিসেম্বর (বুধবার সকাল ১০ টায়)পল্লী উন্নয়ন একাডেমীর আইটি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কোর্সের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ খুরশীদ ইকবাল রেজভী। বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (শৃঙ্খলা) ডাঃ এ বি মোঃ শামছুজ্জামান। পরিচালক (প্রশিক্ষণ) মোঃ ফেরদৌস হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কোর্স পরিচালক (৮২তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স) খালিদ আওরঙ্গজেব।

প্রশিক্ষণ কোর্স দুটিতে মোট ৮০ জন স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা অংশগ্রহণ করেন। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কোর্সটি চলমান থাকবে।

Loading

error: Content is protected !!