হোম » অন্যান্য বিভাগ » জামালপুরের মেলান্দহে শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার

রবিউল হাসান লায়ন: জামালপুরের মেলান্দহে উপজেলার নয়ানগর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ভিতরে শিশু বলাৎকার মামলার আসামি বিশু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চর শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বলাৎকারের ঘটনার পর থেকে আসামি  বিশু পলাতক ছিলেন। মেলান্দহ থানার পিপিএম পুলিশ উপ পরিদর্শক মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি  ও তার সঙ্গীয় ফোর্স এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য যে, ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে কৌশলে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের ভিতরে ডেকে নিয়ে বলাৎকার করেন বিশু মিয়া। পরে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা ঘটনা জানার পর তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি সমঝোতা করার আশ্বাস দিলেও শেষপর্যন্ত সমঝোতা না হওয়ায় শিশুটির পিতা বাদী হয়ে মামলা করেন।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
error: Content is protected !!