হোম » অন্যান্য বিভাগ » চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের তৎপরতায় চোরাই পাখিভ্যান উদ্ধার গ্রেফতার ১জন

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের তৎপরতায় চোরাই পাখিভ্যান উদ্ধার গ্রেফতার ১জন

তারিকুর রহমান: চুয়াডাঙ্গা সদর থানাধীন হাটকালুগঞ্জ গ্রামস্থ আবুল কাশেমের ছেলে মোঃ মিরাজুল ইসলাম পেশায় পাখিভ্যান চালক।
প্রতিদিনের ন্যায় গত ০৮.০৯.২০২৩ তারিখ দুপুর অনুমান ০২:০০ ঘটিকায় হাটকালুগঞ্জ গ্রামস্থ হাসু মিয়ার মালিকানাধীন আমবাগানে পাশে হাটকালুগঞ্জ মাঠ পাড়াস্থ কাঁচা রাস্তার উপর তার পাখি ভ্যানটি রেখে জমির ভিতরে ধান কাটতে যায়। পরবর্তীতে দুপুর অনুমান ০২:৩০ ঘটিকায় কাজ শেষে এসে দেখতে পায় পূর্বে উল্লেখিত স্থানে তার পাখিভ্যানটি নেই। তখন মিরাজুল আশে পাশে খোঁজাখুঁজি করে কোথাও তার পাখিভ্যানের সন্ধান না পেয়ে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ  মোঃ মাহাব্বুর রহমান উক্ত চুরির ঘটনাটি চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার  আব্দুল্লাহ্ আল-মামুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ আনিসুজ্জামানকে অবহিত করেন। পুলিশ সুপারকে দ্রুত ঘটনাটির রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতারের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানার নেতৃত্বে অত্র থানার দিবাকালীন টহল ডিউটি কিলো-১১ এর অফিসার এসআই(নিঃ) কৃপা সিন্ধু মৃধা সঙ্গীয় ফোর্সসহ চুয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনাকালে গত ০৮.০৯.২০২৩ তারিখ বিকাল অনুমান ১৬:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানাধীন হাটকালুগঞ্জ গ্রামস্থ মোঃ বাবুর চায়ের দোকানের সামনে থেকে দর্শনার থানার আকন্দবাড়িয়া গ্রামের  খালধার পাড়ার  আব্দুল মান্নানের ছেলে মোঃ মানিকুর রহমান(৩২) কে গ্রেফতার কৃতর হেফাজত হতে পাখিভ্যানটি উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
\ম.
error: Content is protected !!