হোম » অন্যান্য বিভাগ » গাইবান্ধায় বিদেশি অস্ত্রসহ ডিবি পুলিশের হাতে ৩ ডাকাত গ্রেফতার

গাইবান্ধায় বিদেশি অস্ত্রসহ ডিবি পুলিশের হাতে ৩ ডাকাত গ্রেফতার

শাহজাহান সিরাজ: গাইবান্ধা পৌর শহরের সুন্দর জাহান মোড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
এ সময় একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, একজোড়া হ্যান্ডকাফ, দুইটি মোটরসাইকেল ও তিনটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বার, শাহীন আলম ও সাখাওয়াত হোসেন ওরফে ডাবলু। প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন বলেন, ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছয়টা বিশ মিনিটের দিকে গোপন সংবাদ এর ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এই চক্রের আরো ৪-৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধৃতদের দেয়া তথ্য মোতাবেক পালিয়ে যাওয়াদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, ডিবির ওসি মোখলেসুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
error: Content is protected !!