রবিউল হাসান লায়ন: গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে নৌকা বাইচের আয়োজক জামালপুর সমিতি ঢাকা।
শুক্রবার সকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামালপুর সমিতি ঢাকার মহাসচিব অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শেখ মোঃ শফিকুল ইসলাম। এসময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা প্রতিবছর আয়োজনের ঘোষণা দেন তিনি। শুধু তাই নয়, পর্যাক্রমে গ্রাম বাংলার বিলুপ্ত প্রায় খেলা হা ডু ডু ও লাঠি খেলার আয়োজন করা হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, নৌকা বাইচ উপ কমিটির আহবায়ক মো. মাজহারুল ইসলাম মৃণাল, সদস্য সচিব অবসর প্রাপ্ত ক্যাপ্টেন শহিদুল ইসলাম বিএন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান প্রমুখ। জানা যায়, জামালপুর সমিতি, ঢাকা এর আয়োজনে ও জামালপুর পৌরসভা এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় জামালপুর পৌর শহরের ফেরিঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
পীরগঞ্জে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধুর মৃত্যু
নজরুলের “শিল্পী” হয়ে এক যুগ পর মঞ্চে ফিরছেন গণমাধ্যকর্মী-রাব্বী
ঝড় বৃষ্টির বাঁধা অতিক্রম করেও বাজার মনিটরিং ফুলবাড়ী প্রশাসনের