হোম » অন্যান্য বিভাগ » শেরপুরে পরিবহন সেক্টরের নাম ভাঙ্গিয়ে কোন চাঁদাবাজি করা যাবে না: পুলিশ সুপার মোনালিসা

শেরপুরে পরিবহন সেক্টরের নাম ভাঙ্গিয়ে কোন চাঁদাবাজি করা যাবে না: পুলিশ সুপার মোনালিসা

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর রোববার বিকেল ৪টায় শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।
এসময় তিনি বলেন, শেরপুরে পরিবহন সেক্টরের নাম ভাঙ্গিয়ে কোন চাঁদাবাজি করা যাবে না। পরিবহন সেক্টরে যারা কাজ করেন চালকদের বৈধ লাইন্সেস আছে কি তা নিশ্চিত করবেন। সড়ক-মহাসড়ককে নিরাপদ রাখা ও সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সকল চালকদের কঠোর ভাবে ট্রাফিক আইন মেনে চলতে হবে। জেলায় যানবাহন পরিচালনাকারী সংগঠন স্বেচ্ছাসেবী দ্বারা তাদের স্টেশন গুলো নিয়ন্ত্রণ করলে অনেকাংশে যানজট কমে আসবে।
তিনি আরে বলেন, রেজিষ্ট্রেশন এবং কাগজপত্র ছাড়া যে গাড়ি গুলো চলছে তা সহজেই রেজিষ্ট্রেশনের আওতায় আনতে হবে। এছাড়াও তিনি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের কাছে যানজট নিরসন করতে সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, শেরপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) এসএম আবু সাঈদ হিরণ, সাজেন্ট রুবেল মিয়া, শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ, শেরপুর জেলা ট্রাক ট্যাংকলরি কর্ভাড ভ্যান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. আঃ হাই, শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলরি কর্ভাডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. আরিফ রেজা, শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মো. বিল্লাল হোসেন লিটন, সাধারণ মো. শওকত হোসেন, শেরপুর জেলা অটোটেম্পু অটোরিক্সা সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. সজিবুল আলম সুজন, শেরপুর জেলা হালকা মোটরযান শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. শামিম হোসেন, শেরপুর জেলা ইজিবাইক চালক শ্রমিক কল্যাণ সোসাইটি সভাপতি মো. সিদ্দিকুর রহমান। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, শেরপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই-২) আশরাফ হোসেনসহ জেলার বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
error: Content is protected !!