হোম » অন্যান্য বিভাগ » গরু ব্যবসায়ীকে কুপিয়ে তিন লক্ষ টাকা ছিনতাই

গরু ব্যবসায়ীকে কুপিয়ে তিন লক্ষ টাকা ছিনতাই

আসাদ হোসেন রিফাত: লালমনিরহাটের হাতীবান্ধায় রুবেল ইসলাম (২৫) নামের এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে গরুর বিক্রির ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে জালাল গংদের বিরুদ্ধে।
এ ঘটনায় রবিবার সকালে ভুক্তভোগী ব্যবসায়ী রুবেল বাদী হয়ে জালালকে প্রধান আসামী করে আরও দুই জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি জমসের আলী কৃষি কলেজের সামনে এ ঘটনাটি ঘটেছে।
অভিযুক্তরা হলেন, উপজেলার বড়খাতা এলাকার পেন্নাতের ছেলে জালাল(৪৫) ও একই এলাকার আঃ মজিদের ছেলে জনি(২৫) ও মুন(২২)। ভুক্তভোগী গরু ব্যবসায়ী রুবেল ইসলাম(২৫) উপজেলার পূর্ব সারডুবি এলাকার ইউসুফ আলীর ছেলে।
জানা গেছে, গরু ব্যবসায়ী রুবেল গত শুক্রবার বড়খাতা হাটে গরু বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এমতাবস্থায় সন্ধ্যার দিকে উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি জমসের আলী কৃষি কলেজের সামনে পথ রোধ করে অভিযুক্ত জালাল, জনি ও মুন। এ সময় রুবেলের হাতে থাকা ব্যাগ নিয়ে টানা হেচড়া শুরু করে। এর এক পর্যায়ে ধারালো ছোড়া দিয়ে রুবেলের বাম হাতে কুপিয়ে ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে প্রায় তিন লক্ষ টাকা ছিলো। রুবেলের চিৎকার শুনে আশে পাশে থাকা স্থানীয়রা ছুটে আসে। তবে স্থানীয়রা আসার আগেই ওই তিনজন পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে স্থানীয় বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়।
এ বিষয়ে গরু ব্যবসায়ী রুবেল ইসলাম বলেন, আমার গরু বিক্রির ৩ লক্ষ টাকা জালাল, জনি ও মুন ছিনতাই করে নিয়ে গেছে। আমার হাতে ছুড়ি দিয়ে কুপিয়েছে। সেখানে তিনটি সেলাইও দিয়েছে চিকিৎসক। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি আমার টাকা ফেরত চাই ও তাদের শাস্তি চাই।
এ বিষয়ে অভিযুক্ত জালাল বলেন, আমি কারো টাকা ছিনতাই করতে যাবো কেন? আর আমার নামে যে অভিযোগ তোলা হয়েছে। তা মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
error: Content is protected !!