হোম » অন্যান্য বিভাগ » বড়পুকুরিয়া কয়লা উত্তোলন বন্ধ  

বড়পুকুরিয়া কয়লা উত্তোলন বন্ধ  

মো. মোরসালিন ইসলাম : দিনাজপুরের ফুলবাড়ী পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড খনির ভিতরে ১১১৩ নং ফেইস হতে গত ২৬.০৪. ২৩ তারিখ  হইতে কয়লা উত্তোলন চলছিল।
উক্ত ফেইস এ কয়লা শেষ হয়। ২৯.০৮.২৩ তারিখে  হইতে কয়লা উত্তোলন বন্ধ হয়েছে । খনি, কর্তৃপক্ষ, ডিজিএম  মোঃ রাশেদ কামাল, ম্যানেজার অশোক কুমার হালদারের সাথে আলোচনায় জানাযায়, যে, নতুন ১৪১২ নং ফেইস এ কয়লা উত্তোলনের প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে।  নতুন ফেইস হতে   ৫০-৬০ দিনের মধ্যে  কয়লা উত্তোলন শুরু করা যাবে ।
নতুন এই ফেইস হতে কয়লা উত্তোলন শুরু না হওয়া পর্যন্ত কয়লার উৎপাদন বন্ধ থাকবে। বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে ১,২৩,৪৯৭.৮৬ মেট্রিক টন কয়লা মজুদ আছে। মজুদকৃত কয়লা হইতে প্রতিদিন গড়ে প্রায় ১৯০০ মেট্রিক টন কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
error: Content is protected !!