হোম » অন্যান্য বিভাগ » ইবাদত ট্যুরস এন্ড ট্রাভেলস্ হাজী পুণর্মিলনী শীর্ষক আলোচনা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

ইবাদত ট্যুরস এন্ড ট্রাভেলস্ হাজী পুণর্মিলনী শীর্ষক আলোচনা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আব্দুল কাদের,  নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার নবাবগঞ্জ  উপজেলার  ভাদুরিয়া বাজার ইবাদত ট্যুরস এন্ড ট্রাভেলস্ হাজী পুণর্মিলনী শীর্ষক আলোচনা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। 
উক্ত অনুষ্ঠান  পরিচালনা করেন দিশবন্ধি হাতিশাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ  মাও আব্দুল বাতেন।
২৬ শে আগষ্ট  শনিবার সকাল ১১টায় উত্তর অঞ্চলের আঞ্চলিক   অফিস ভাদুরিয়া  বাজার  নবাবগঞ্জ  দিনাজপুর এই প্রোগ্রাম শুরু হয়।
এ বছর ইবাদত ট্যুরস এন্ড ট্রাভেলস্ ভাদুরিয়া শাখা থেকে  ৫২ জন এবং গোটা এজেন্সি  থেকে ১৯২ জন ধর্ম প্রান মোসলমাদের নিয়ে পবিত্র হজ্জ ব্রত পালনের জন্য পবিত্র মক্কা মদিনায় গমন করেছিলেন।
এ সময় ভাদুরিয়া বাজার  পুরাতন  জামে মসজিদের  পেশ খতিব মাওলানা   আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত  ছিলেন,   বিশিষ্ট  লেখক গবেষক ড: মো: আতোয়ার রহমান প্রফেসর  আরবি  বিভাগ রাজশাহী  বিশ্ববিদ্যালয়,  ইবাদত ট্যুরস এন্ড ট্রাভেলস্ এর আঞ্চলিক  অফিসের ইঞ্চার্জ মাও মাহফুজার রহমান  নাজির, বিশেষ  অতিথি  হিসেবে উপস্থিত  ছিলেন,  আজিজুল হক খোকা,  সাবেক চেয়ারম্যান  ভাদুরিয়া ইউনিয়ন  পরিষদ, বাবুল আহসানুল কবির শামিম, চেয়ারম্যান, ভাদুরিয়া ইউনিয়ন পরিষদ, আমির হোসেন, সিনিয়র  সহ সভাপতি নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, আজিজুল হক  সাংগঠনিক সম্পাদক নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, সহিদুল ইসলাম  অধ্যক্ষ  মোগরপাড়া ডিগ্রি কলেজ, সহিদুল ইসলাম অধ্যক্ষ ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ, মাওলানা  মামুনুর রশীদ অধ্যক্ষ পাউশগাড়া ফাজিল মাদ্রাসা সহ বিভিন্ন এলাকা থেকে  আরোও অনেক গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত  ছিলেন।
এ সময়  ইবাদত ট্যুরস এন্ড ট্রাভেলস্ এর সত্তাধিকারী সৈয়দ রোম্মান বলেন, গত ২০১৮ ইং সাল থেকে  ইবাদত  ট্যুরস এন্ড ট্রাভেলস এর পদচারণা  শুরু  এ বছর। আমাদের এজেন্সি  থেকে  ২০২৩ সালে সর্বমোট  ১৯২ জনকে আমরা পবিত্র হজ্জ  ব্রত পালনের জন্য  পবিত্র মক্কা মদিনায় গমন করেছিলাম। আপ্নারা দোয়া করবেন যেন প্রতি বছর আরোও শত শত লোকজন  নিয়ে পবিত্র মক্কা মদিনায় যেতে পারি।
error: Content is protected !!