হোম » অন্যান্য বিভাগ » নবীনগরে আলোচনা সভা, শিক্ষাবৃত্তি প্রদান ও শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন

নবীনগরে আলোচনা সভা, শিক্ষাবৃত্তি প্রদান ও শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষাবৃত্তি প্রদান ও “শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন” করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) দুপুরে ব্যারিস্টার জাকির আহাম্মেদ কলেজে শেখ হাসিনা একাডেমিক ভবনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
এসময় শিক্ষাবৃত্তি প্রদান ও “শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। লাউর ফতেহ্পুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোঃ ইকবাল হুসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, ওসি মাহাবুব আলম সহ, লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ উপজেলা ও ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়।
error: Content is protected !!