পোরশা, নওগাঁ প্রতিনিধি: জাল সনদে নিয়োগ পাওয়া পোরশার দুই শিক্ষকের বেতন ভাতা বন্ধ করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জুলাই ২০২৩ এমপিও শীতে তাদের হিসাবের ঘরে শূন্য শূন্য দেখা গিয়েছে।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে ৬৭৮ জনের জাল সনদে চাকরি পাওয়ার প্রমান মেলে মধ্যে তালিকায় এই দুইজনের নাম রয়েছে।
এরপরে তাদের বেতন ভাতা বন্ধের পাশাপাশি ও চাকরিচুত্য করা ও মামলা করার সুপারিশ করে সংস্থাটি।
বিষয়টি আমলে নিয়ে মে মাসের বেতন বন্ধ করার নির্দেশ থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি।
তথ্য মোতাবেক জানা যায় উপজেলার গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের মাহমুদুল হাসান ও নিসকিনপুর উচ্চ বিদ্যালয়ের তোফাজ্জল হোসেন এর স্ব স্ব প্রতিষ্ঠানের এমপিও সীটে বেসিকের কলামে বেতন উল্লেখ থাকলেও ইনসেনটিভ,ওয়েলফেয়ার, মেডিকেল, হাউস রেন্ট ও নীট এমাউন্টের কলাম শুন্য দেখা যায়। এতে বেতন উত্তোলনের কোন সুযোগ দেখা যায়নি।
আরও জানা যায়, প্রতিষ্ঠান প্রধান জুলাই ২০২৩ মাসের বেতন করেন নাই। এবং তারা এমাসের বেতন উত্তোলন করতে পারেনি।
আরও পড়ুন
যুবকের গলাকাটা লাশ উদ্ধার
চাটখিলে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার
অন্ডকোষে আঘাত করে স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী আটক