হোম » অন্যান্য বিভাগ » জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় লোকনৃত্যে সপ্তষীর ২য় স্থান অধিকার

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় লোকনৃত্যে সপ্তষীর ২য় স্থান অধিকার

রায়হান আলী: জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২৩ এ জাতীয় পর্যায়ে অংশ নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের ২য় শ্রেণির শিক্ষার্থী সপ্তর্ষী বিশ্বাস লোকনৃত্যে ২য় স্থান অধিকার করেছে। বাংলাদেশ শিশু একাডেমি স¤প্রতি এ প্রতিযোগিতার আয়োজন করে।

সপ্তর্ষী উল্লাপাড়া পৌরশহরের ঘোষগাঁতী মহল্লার বাসিন্দা ব্যাংকার পরিমল বিশ্বাসের ও সম্পৃতি বিশ্বাসের মেয়ে। ইতোপূর্বে সে এই প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে।

গতকাল মঙ্গলবার উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন প্রশাসন থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে সপ্তর্ষীকে সংবর্ধনা জ্ঞাপন করেন। উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুল থেকেও সপ্তর্ষী বিশ্বাসের সংবর্ধনা দেওয়া হবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক।

দ্বিতীয় স্থান অধিকারী সপ্তর্ষী বিশ্বাসের সঙ্গে কথা বললে তিনি জানায়, জীবনে প্রথম এই সাফল্যে সে খুব খুশি হয়েছে। আগামীতে বিভিন্ন প্রতিযোগিতায় আরও ভালো অবস্থান অর্জনে সবার নিকট আর্শীবাদ প্রার্থনা করেছে সপ্তর্ষী।

error: Content is protected !!