হোম » অন্যান্য বিভাগ » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
২৫ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা কালেক্টরেট চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে তিনি প্রথমদিনের কার্যদিবস শুরু করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি নান্দনিক শেরপুর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
ওইসময় তার সাথে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান,  প্রেসক্লাবের বিদায়ী সভাপতি শরিফুর রহমান, নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার, বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুরের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ২৪ জুলাই শেরপুরে যোগদান করেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ছিলেন।

Loading

error: Content is protected !!