হোম » অন্যান্য বিভাগ » নাটোরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নামে মামলা

নাটোরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নামে মামলা

মোস্তাফিজুর রহমান, নাটোর জেলা প্রতিনিধি: নাটোর পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীর কুপিয়ে হাতের কব্জি কেটে ফেলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ ৩০ জনের নামে ও অজ্ঞাত আরো ১০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
গতরাতে নাটোর সদর থানায় মামলাটি দায়ের করেন আহত মিঠুনের ছোট ভাই স্বপ্ন বাদশা। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, গত রবিবার রাতে শহরের বলারিপাড়া এলাকায় পৌর ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীকে বেশ কয়েকজন সন্ত্রাসী এলোপাথারী কুপিয়ে আহত করে।
এ সময় সন্ত্রাসীরা মিঠুনের ডান হাতের কব্জি কেটে ফেলে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয় মিঠুনের সমর্থক আরও তিনজন। আহত যুবলীগ নেতা মিঠুন আলী বর্তমানে ঢাকার লালমাটিয়ায় সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মিঠুনের ছোট ভাই স্বপ্ন বাদশা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু সহ বেশ কয়েকজন জেলা আওয়ামীলীগ নেতার নাম রয়েছে। এরপর পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে।
error: Content is protected !!