হোম » অন্যান্য বিভাগ » দুই দলের কর্মসূচি আজ, ভোগান্তির শঙ্কায় ঢাকাবাসী

দুই দলের কর্মসূচি আজ, ভোগান্তির শঙ্কায় ঢাকাবাসী

আওয়াজ অনলাইন: সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীসহ সারাদেশে পদযাত্রা করছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক সমমনা দলগুলো। মঙ্গলবার তারা সকাল থেকে শুরু করে টানা বিকেল পর্যন্ত রাজধানীর একাধিক পয়েন্টে পদযাত্রা কর্মসূচি পালন করবে।

তবে মঙ্গলবার বিএনপির এই কর্মসূচিতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বিকেলে তারাও রাজধানীতে শান্তি উন্নয়ন শোভাযাত্রা করবে।

এদিক দুই দলে এমন কর্মসূচিতে ভোগান্তির আশঙ্কা করছেন রাজধানীবাসী। তাদের ধারনা, সকাল-বিকেলে তীব্র যানজটে নাকাল হতে পারে রাজধানী।

বিএনপির সূত্র জানিয়েছে, মঙ্গলবারসকাল থেকে শুরু করে টানা বিকেল পর্যন্ত রাজধানীর একাধিক পয়েন্টে পদযাত্রা কর্মসূচি পালন করবে। সকাল সাড়ে ১০টায় গাবতলী এসএ খালেক বাস স্টেশন সামনে থেকে এ পদযাত্রা কর্মসূচি শুরু হবে।

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমান।

বিএনপির রোডম্যাপ অনুযায়ী, গাবতলী-টেকনিক্যাল মোড়-মিরপুর (১)-মিরপুর (১০) গোলচত্বর- কাজীপাড়া-শেওড়াপাড়া-তালতলা (আগারগাঁও)-বিজয় সরণি-কারওয়ান বাজার-এফডিসি-মগবাজার-মালিবাগ-কাকরাইল-নয়াপল্টন (পার্টি অফিস)- ফকিরাপুল-মতিঝিল (শাপলা চত্বর)-ইত্তেফাক মোড়-দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড় (বাহাদুর পার্ক) হবে এ পদযাত্রা।

গণতন্ত্র মঞ্চের পদযাত্রা মিরপুর ১২ নম্বর থেকে বেলা ১১টায় শুরু হবে। নেতৃত্ব দেবেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। ১২ দলীয় জোট দুপুর আড়াইটার দিকে কাকরাইল মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত। নেতৃত্ব দেবেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ১২টায় বিজয় নগর পানির ট্যাংক সামনে ইত্তেফাক মোড়। নেতৃত্ব দেবেন জোটের শীর্ষ নেতারা।

গণফোরাম মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে বিকেল ৩টায় গণফোরাম চত্বর থেকে শুরু হয়ে প্রেস ক্লাব পর্যন্ত। গণঅধিকার পরিষদ (নুরু) বিকেলে পুরানা পল্টন কালভাট রোড দলীয় অফিস সামনে থেকে কারওয়ান বাজার পর্যন্ত। এলডিপি কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন অফিস সামনে থেকে বেলা ১১টা মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত।

ক্ষমতাসীন দলের সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেল রাজধানীতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বিকেল তিনটায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে সমাবেশ করবে তারা। এরপর শোভাযাত্রা শুরু হয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট, শাহবাগ, এলিফ্যান্ট রোড ও সিটি কলেজের সড়ক হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।

সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা।

এদিকে পাল্টাপাল্টি এ কর্মসূচির বিষয়ে সরকারি-বেসরকারি অফিসগামী, পথচারী, শিক্ষক, বিভিন্ন ব্যক্তিগত ও গণপরিবহনের চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তির শঙ্কায় পড়েছে। প্রতিক্রিয়ায় তারা জানিয়েছেন, কর্মদিবস চলাকালে এমন কর্মসূচি মানুষকে ভোগান্তিতে ফেলতে পারে। সকালে কর্মস্থলে আসতে পারলেও বিকেলে কখন ফিরতে পারবো সেটা ভেবে এখনই দুশ্চিন্তা হচ্ছে।

তাছাড়া শিক্ষার্থী, পরিবহনসহ যারা এই শহরের প্রতিদিন আসা-যাওয়া করেন, তাদের জন্যও বিষয়টি খুবই ভোগান্তির।

তাদের দাবি, রাজনৈতিক কর্মসূচিগুলোতে মানুষের ভোগান্তির কথা মাথায় রাখা উচিত।

error: Content is protected !!