হোম » অন্যান্য বিভাগ » শরণখোলায় বজ্রপাত নিরোধে ১০ হাজার চারাগাছ রোপন

শরণখোলায় বজ্রপাত নিরোধে ১০ হাজার চারাগাছ রোপন

নাজমুল ইসলাম সবুজ: বাগেরহাটের শরণখোলায় বজ্রপাত নিরোধে ১০ হাজার তালগাছের চারা রোপন করা হচ্ছে। সোমবার (১৭জুলাই) বেলা ১১ টায় উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত আনুষ্ঠানিকভাবে ইউপি চেয়ারম্যানদের কাছে এ চারা হস্তান্তরন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান মোঃ আজমল হোসেন মুক্তা, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসন খান মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

উপজেরা নির্বাহী অফিসার মোঃ নুর ই আলম সিদ্দিকী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বাগেরহাট জেলায় এক লাখ তাল গাছের চারা রোপন করা হবে। তারই অংশ হিসেবে শরণখোলায় ১০ হাজার চারা এসেছে। উপজেলার চারটি ইউনিয়নের বেড়িবাঁধ, সড়ক ও ফসলের মাঠের আইলে ওই তালের চারা রোপন করা হবে। উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত জানান, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ সবাই মিলে ওই চারা রোপন করা হবে। বজ্রপাত নিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা সবাই মিলে বাস্তবায়ন করবো।

error: Content is protected !!