হোম » অন্যান্য বিভাগ » যানজট নিরসনে ২২ জেলার মানুষের চলাচলের জন্য নলকা ফ্লাইওভার খুলে দেওয়া হলো

যানজট নিরসনে ২২ জেলার মানুষের চলাচলের জন্য নলকা ফ্লাইওভার খুলে দেওয়া হলো

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের নলকা ফ্লাইওভার যানজট নিরসনে খুলে দেওয়া হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে ফ্লাইওভার উদ্বোধন করেন বাংলাদেশ সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মনজুর হোসেন। ঐ সময় এই ফ্লাইওভার দিয়ে যানচলাচল শুরু হয়।

উদ্বোধনের সময় সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপসচিব তোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার আদনান হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শের শাহ ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গ, আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা। এবার ঈদে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ভোগান্তির কারণ হতে পারে এমন আশঙ্কায় খুলে দেওয়া হলো নলকা ফ্লাইওভার। যাতে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর দিয়ে দেশের উত্তর ও দক্ষিণের ২২ জেলার মানুষ চলাচল করে। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন ১৭-১৮ হাজার যানবাহন চলাচল করে।

ঈদের আগে এ সংখ্যা দাঁড়ায় ৩০-৪০ হাজারে। ঈদের আগে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এই ভোগান্তি এড়াতে নলকা ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে।

error: Content is protected !!