হোম » অন্যান্য বিভাগ » ঈদের আমেজে ঢাকা ছাড়ছে মানুষ

ঈদের আমেজে ঢাকা ছাড়ছে মানুষ

আওয়াজ অনলাইন: ঈদ সামনে রেখে আগেভাগেই ঢাকা ছাড়ছে অনেক মানুষ। শেষ মুহূর্তের ভিড় এড়াতে কেউ কেউ পরিবারের সদস্যদের ছুটি শুরুর আগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। তবে, বাস টার্মিনালগুলোতে এখনো ঘরমুখো মানুষের চাপ তৈরি হয়নি। পরিবহন কর্মীরা বলছেন ২৬ ও ২৭ জুন সড়কপথে যাত্রীদের প্রচণ্ড ভিড় হবে। এছাড়া কোরবানির পশুবাহী গাড়ির কারণেও এবার যানজটের শঙ্কা করছেন তারা।

রোজার ঈদে সড়কপথের ঈদযাত্রা বেশ নির্ঝঞ্ঝাট ছিলো। কিন্তু, কোরবানির ঈদে সেটি ধরে রাখা বেশ চ্যালেঞ্জিং। এর অন্যতম কারণ কোরবানির পশুবাহী গাড়ি।

ঈদ সামনে রেখে এরইমধ্যে কোরবানির পশুবাহী গাড়ি ঢাকায় ঢুকতে শুরু করেছে। সড়ক-মহাসড়কের পাশেই বসছে বেশিরভাগ পশুর হাট। এতে ঈদের সময় স্বাভাবিক গাড়ি চলাচলে বাধা পড়ে। যে কারণে সৃষ্টি হয় যানজট।

শেষ মুহূর্তের সেই ভোগান্তি এড়াতে ঈদের ছুটি শুরুর আগেই ঢাকা ছাড়ছেন কেউ কেউ। গাবতলী টার্মিনালে শুক্রবার ছুটির দিনে এমন অনেককেই পাওয়া গেলো যারা পরিবারের নারী ও শিশুদের আগেই গ্রামের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।

যাত্রীরা বলছেন, পরিবারের সদস্যরা যদি আগে বাড়ি চলে যেতে পারেন তাহলে শেষের দিকটার ধকল তাদের পোহাতে হবে না। ঈদের আগে জ্যামসহ অন্যান্য সমস্যায় ভোগান্তি পোহাতে হয়।

তবে, ঘরমুখো মানুষের এই সংখ্যা খুবই কম। পরিবহন শ্রমিকরা বলছেন, ঈদের ছুটির আগে ২৬শে জুন শেষ কর্মদিবস। তাই, সোম ও মঙ্গলবার সর্বোচ্চ যাত্রী চাপ থাকবে।

পরিবহন শ্রমিকরা বলছেন, ঈদের আগের দিনের টিকেট বেশি অগ্রিম বিক্রি হয়েছে। এছাড়া অন্যান্য দিনে এখনো তেমন চাপ দেখা যায়নি। তারা ঈদের আগের দুই থেকে তিনদিন জ্যামেরও আশঙ্কা করছেন।

যানজটের ভয়ে অনেক বাস অপারেটর এবার আগাম টিকেট বিক্রি করেননি। পরিস্থিতি বুঝে ট্রিপ চালানোর পরিকল্পনা তাদের। আর যারা আগাম টিকেট বিক্রি করেছে তারা বলছে, ২৬ ও ২৭ জুন বাদে, ঈদের আগের অন্যান্য দিনের পর্যাপ্ত টিকেট রয়েছে

error: Content is protected !!