হোম » অন্যান্য বিভাগ » পাথরঘাটায় ১৬০ কেজি হরিণের মাংস উদ্ধার, ট্রলার জব্দ

পাথরঘাটায় ১৬০ কেজি হরিণের মাংস উদ্ধার, ট্রলার জব্দ

আওয়াজ অনলাইন: বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ট্রলারে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। এসময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কৌশলে পালিয়ে গেলেও ট্রলারটিকে জব্দ করা হয়েছে। 

শনিবার রাতে হরিণের মাংস পাচার করার সময় চারটি বস্তায় ভরা অবস্থায় হাতেনাতে ধরা পরে এই মাংস।

পাথরঘাটার চরদুয়ানি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম সরদার বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে শনিবার রাত ২টার দিকে চরদুয়ানি খালে একটি ট্রলারের অবস্থান নিয়ে সন্দেহ হলে পুলিশ ট্রলারটির কাছে যাওয়ার আগেই ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। এরপর ট্রলারটিতে তল্লাশি চালিয়ে চারটি বস্তায় ভরা অবস্থায় সুন্দরবনের হরিণের মাংস পাওয়া যায়।

তিনি আরও জানান, প্রতি বস্তায় একমণ করে মোট ১৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এসময় পাচারের কাজে ব্যবহার করা ট্রলারটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের নির্দেশে এই হরিণের মাংস বিভিন্ন এতিমখানায় বিতরণ করার সিদ্ধান্ত হয়েছে জানিয়েছেন চরদুয়ানি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম।

তবে পাথরঘাটার উপজেলা নির্বাহী অফিসার এবং পাথরঘাটা থানার ওসি এই হরিণের মাংস বিতরণের সিদ্ধান্ত সম্পর্কে তারা কিছুই জানেন না বলে জানিয়েছেন।

error: Content is protected !!