হোম » অন্যান্য বিভাগ » ২ লাখ ৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমোদন

২ লাখ ৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমোদন

আওয়াজ অনলাইন: কৃষি মন্ত্রণালয় আজ সোমবার ২ লাখ ৮০ হাজার ৮০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে। মন্ত্রণালয় এ লক্ষ্যে ২১০টি পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি আবেদন অনুমোদন করে।

এর আগে রোববার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানিয়েছিলেন, সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি দেবে কৃষি মন্ত্রণালয়।

পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের এবং শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সকল ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, পেঁয়াজ উৎপাদন করে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য কৃষকের স্বার্থ সুরক্ষায় বিগত ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ রাখা হয়েছিল।

error: Content is protected !!