হোম » অন্যান্য বিভাগ » আদমদীঘিতে বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

আদমদীঘিতে বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

গোলাম রব্বানী দুলাল: বগুড়ার আদমদীঘিতে দ্বিতীয় শ্রেণীর স্কুল পড়–য়া ছাত্র (৯) বছরের শিশু আবু বক্কর সিদ্দিক বাসের ধাক্কায় নিহত হয়েছে। নিহত আবু বক্কর সিদ্দিক উপজেলার ডহরপুর গ্রামের শামিম হোসেনেরে ছেলে।

রোববার (২৮মে) সকাল পৌনে ৮টার সময় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ডালম্বা নামক স্থানে এই দূঘটনা ঘটে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আদমদীঘির পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর স্কুল পড়–য়া ছাত্র ও ডহরপুর গ্রামের শামিম হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক রোববার সকালে বাবার সাথে দোকানে খাবার জিনিসপত্র কিনে রাস্তা পার হওয়ার সময় নওগাঁ থেকে ঢাকাগামী শাহ্ ফতেহ আলী বাসের ধাক্কায় ঘটনাস্থলে আবু বক্কর নিহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ময়না তদন্ত ছাড়া মরদেহটি দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করেন।

এ বিয়য়ে আদমদীঘি থানা ওসি রেজাউল করিম রেজা বলেন, বাসের ধাক্কায় শিশু আবু বক্কর সিদ্দিক নিহত হয়েছে। তবে পরিবারের লোকজন বাদী না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহটি দেওয়া হয়েছে।

error: Content is protected !!